প্রাক-ইসলামি যুগে আরবের বিখ্যাত কবি ছিলেন ইমরুল কায়েস। উকায মেলায় কবিতার আসর বসত। পুরস্কার প্রাপ্ত কবিতাগুলো সোনালি অক্ষরে লিপিবদ্ধ করে কাবাঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো যা সাবা-মুয়াল্লাকাত বলে অভিহিত। এ কবিতার লেখক-কবিদের মধ্যে ইমরুল কায়েস অন্যতম ।