(ক) সিকান্দার আবু জাফর (খ) নজরুল ইসলাম বাবু (গ) গোবিন্দ হালদার ( ঘ) গাজী মাজহারুল আনোয়ার
উত্তর:ঘ) গাজী মাজহারুল আনোয়ার
ব্যাখ্যা: জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার আনোয়ার পারভেজ। সিকানদার আবু জাফর রচিত বিখ্যাত গান সব কটা জানালা খুলে দাও না। গোবিন্দ হালদার রচিত বিখ্যাত গান মোরা একটি ফলকে বাঁচাবো বরে যুদ্ধ করি।