HomeUncategorizedজাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট-২০২৩ 

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট-২০২৩ 

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট-২০২৩ 

১. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন?

উত্তর: ২৯ তম 

২. ৬ দফা কত সালে পেশ করা হয়?

৩. জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে?

উত্তর: ২৪ অক্টোবর 

৩. বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতগন কার কাছে পরিচয়পত্র পেশ করেন?

উত্তর: রাষ্ট্রপতির কাছে

৪. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কী?

উত্তর: স্বাধীনতা পুরস্কার 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিন-২০২৩ 

পদের: থানা? উপজেলা প্রশিক্ষক বা উপজেলা/ থানা মহিলা প্রশিক্ষিকা 

১. বঙ্গবন্ধুর লিখিত ২টি বেইয়ের নাম লিখুন। 

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী ও কারাগপারের রোজনামচা 

২. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?

উত্তর: ১০ এপ্রিল ১৯৭১ সালে 

ব্যাখ্যা: ১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ বাক্য পাঠ করেন 

৩. জাতীয় শিশু দিবস কবে? 

উত্তর: ১৭ মার্চ 

 

ব্যাখ্যা: বঙ্গবন্ধু জন্ম তারিখ হলো ১৭ মার্চ ১৯২০ সালে 

৪. বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয়?

 উত্তর: ১৯৪৮ সালে 

৫. নীল দর্পন এর লেখক কে?

উত্তর: দীনবন্ধু মিত্র 

৬. জাতীয় সংসদের স্থপতি কে?

উত্তর: লুই আই কান 

৭. খেতাব প্রাপ্ত দুইজন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম লিখুন। 

উত্তর: ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি 

ব্যাখা: ক্যাপ্টেন সেতারা বেগম যুদ্ধ করেন ২ নম্বর সেক্টর এবং তারামন বিবি যুদ্ধ করেন ১১ সেক্টর 

৮. বাংলাদেশের জাতীয পতাকা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

উত্তর: ১০:৬ /৫:৩ 

৯. কাতার ফুটবল বিম্বকাপ ২০২২ এর সেরা উদীয়মান খেলোয়াড় কে হয়েছেন?

উত্তর: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনার খেলোয়াড়) 

১০. ইউক্রেনের মুদ্রার নাম লিখুন।

উত্তর: রিভনিয়া

 ব্যাখ্যা: ইউক্রেনের রাজধানী নাম কিয়েভ। ইউক্রেন ও রাশিয়া প্রথম আক্রমন করেন ২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে  

১১. WHO এর বর্তমান মহাপরিচলক কে?

উত্তর: টেড্রস আধানম 

১২. কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি?

উত্তর: ৫৬ টি 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments