ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ: রসায়ন বিভাগে নিম্নলিখিত পদসমূহ পূরণের জন্য রেজিস্ট্রারের দফতর হতে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ-
অফিসিয়াল ওয়েব সাইটে : http://www.du.ac.bd
ক) সহকারী অধ্যাপক : ০১ (এক)টি স্থায়ী পদ।
সহকারী অধ্যাপক পদের বেতন স্কেল ৩৫,৫০০.০০-৬৭,০১০.০০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।
খ) লেকচারার: ০৩ (তিন)টি স্থায়ী পদ । (১টি জৈব রসায়ন, ১টি অজৈব ও বিশ্লেষণ রসায়ন এবং ১টি ভৌত রসায়ন)
লেকচারার পদের বেতন স্কেল ২২,০০০.০০-৫৩,০৬০০০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)
সহকারী অধ্যাপক পদের জন্য যোগ্যতা :
প্রার্থীদের এস.এস.সি এবং এইচ.এস.সি-তে ন্যূনতম প্রথম বিভাগ/জিপিএ এর ক্ষেত্রে ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.২৫ সহ রসায়ন বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণী/সিজিপিএ এর ক্ষেত্রে ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ প্রাপ্ত হতে হবে। যে সকল প্রার্থী অনার্স এবং মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান/ সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এস.এস.সি বা এইচ.এস.সি পরীক্ষার যে কোন একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য। প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ০৩ (তিন) বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল প্রার্থী অনার্স এবং মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান / সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এস.এস.সি বা এইচ.এস.সি পরীক্ষার যে কোন একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য। | প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি ডিগ্রী এবং মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। সংশ্লিষ্ট নোট এবং শর্তাবলী প্রযোজ্য (বিস্তারিত জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন) রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৭৫০/- (সাতশত পঞ্চাশ টাকা) টাকা মূল্যের পে-অর্ডার / ব্যাংক ড্রাফটসহ, ০৮ (আট) | কপি আবেদনপত্র রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে। প্রত্যেক কপি আবেদনপত্রের সাথে সার্টিফিকেট, মার্কসীট, | প্রশংসা পত্র ও অভিজ্ঞতার প্রমাণ পত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩/০৮/২০২৩। চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। জি- ১৯০২/০৮/২৩ (4×8)