Homeসাধারণ জ্ঞানবর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কতটি ?

বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কতটি ?

ক) ২৭টি
খ) ২৮টি
গ) ২৯
ঘ) ৩০টি
সঠিক উত্তর: (গ) ২৯টি
ব্যাখ্যা: ভোলা সদর উপজেলায় দেশের ২৯তম গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে বাংলাদেশ পেট্টোলিয়াম এক্সেপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। ২২ মে ২০২৩ সালে বিদ্যুৎ, জ্বালানি ও কনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নতুন এ গ্যাসক্ষেত্র ইবষ্কারের ঘোষণা দেন। এ আগে ৮ মার্চ ২০২৩ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মালেরহাট সংলগ্ন এলাকায় ইলিশা-১ কূপের কনন কাজ শুরু হয়। বাপেক্সের নকশা ও লোকেশন অনুযায়ী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান রাশিয়ার গ্যাগজপ্রম কূপ খনন কাজ পরিচালনা করে। ৩,৪৭৫ মিটার গভীরতায় খনন করে ৩টি স্তরে । নতুন গ্যাসক্ষেত্রের তিন স্তরে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। কূপ থেকে দৈনিক ২০-২২ মিলিয়ন গনফুট গ্যাস উত্তোলন করা যাবে। ইলিশা- ভোলা জেরার তৃতীয় গ্যাসক্ষেত্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments