Hard work is the birth of happiness
Hard work is the best way of human happiness and progress. All work in the world is subject to hard work. The good fortune of human life begins with due diligence. So hard work is the key to progress in all aspects of individual and national life.People generally believe that their prosperity and prosperity depends on luck. Many blame fate and give up in grief. They believe that if the fortune is good, the khera katha also transforms into a king’s bed. But behind this idea work laziness, blind religious faith, apathy and dependence on luckNothing in this world should be done without effort. Knowledge, respect, wealth can be achieved through hard work. The more industrious the nation is, the more advanced the nation is. Hard work gives establishment to the individual and self-esteem to the nation.On the other hand, a person or a nation that is averse to action can never stand up in pride. All the great people of the world who are remembered and admired, all of them have achieved success and fortune through hard work and sadhana.World poet Rabindranath Tagore, Kazi Nazrul Islam, Ishwar Chandra Vidyasaar, Einstein, Newton, various religious pioneers, politicians all have been fortunate to get established in their respective fields through hard work. The more industrious a nation is, the faster it advances. All the developed countries of the world are based on the contribution of hard working people. On the other hand, if you don’t work hard in your personal life and student life, you will not get lucky, you will not be able to achieve success. We must work tirelessly to create a beautiful livable world for future generations. For our own betterment, for the welfare of all mankind, we should shun laziness. By doing, giving up the attitude of aversion to work and doing due diligence. Only then will you be happy.
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
পরিশ্রম মানবসাজের সৌভাগ্য ও উন্নতির শ্রেষ্ঠ উপায়। পৃথিবীর সব কাজই পরিশ্রম সাপেক্ষ। যথোপযুক্ত পরিশ্রম দ্বরাই মানবজীবনের সৌভাগ্যের সূচনা হয়। কাজেই ব্যক্তি ও জাতীয় জীবনের সর্বত্র পরিশ্রমই উননতির মূল চাবিকাঠি।
মানুষ সাধারণত বিশ্বাস করে, তার সুক সমৃদ্ধি ও উন্নতি ভাগ্যের উপর নির্ভরশীল। অনেকে ভাগ্যকে দোষারোপ করে মনের দুঃখে হাল ছেড়ে দেয়। তারা মনে করে ভাগ্য সুপ্রসন্ন হলে ছেড়া কাথাও রাজার বিছানায় রূপান্তরিত হয়। কিন্তু এ ধারণার পেছনে অলসতা, অন্ধ ধর্মবিশ্বাস, কর্মবিমুখ মনোভাব ও ভাগ্যের ওপর নির্ভরশীলতা কাজ করে। এ পৃথিবীতে কোনো কিছুই বিনা পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মাধ্যমে বিদ্যাবুদ্ধি, মানসম্মান, ধনসম্পদ সবকিছু অর্জন করা যায়। যে জাতি যত বেশি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। পরিশ্রম ব্যক্তিকে দেয় প্রতিষ্ঠা আর জাতিকে দেয় আত্মমর্যাদা। পক্ষান্তরে কর্মবিমুখ ব্যক্তি বা জাতি কখনো স্বগৌরবে মাথা তুলে দাঁড়াতে পারে না। পৃথিবীর যেসব মহান ব্যক্তি সম্রণীয় ও বরণীয় হয়ে আছেন, তার সকলেই পরিশ্রম ও সাধনার দ্বারাই সাফল্য ও সৌভাগ্য লাভ করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসার, আইনস্টাইন, নিউটন, বিভিন্ন ধরনের ধর্মপ্রবর্তকরা, রাজনীতিবিদ সকলেই কঠোর পরিশ্রমের মাধ্যমেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করে সৌভাগ্যর অধিকারী হয়েছেন। যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতী তত দ্রুতগতিতে উন্নতির পথে এগিয়ে যায়। পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রের মূলে রয়েছে পরিশ্রমী জাতির অবদান। অপরদিকে ব্যক্তিজীবনে ও ছাত্রজীবনে পরিশ্রম না করলে সৌভাগ্যের সূচনা হয় না, সাফল্য লাভ করা যায় না। আগামী প্রজন্মের জন্যে সুন্দর বাসযোগ্য পৃথিবী তৈরি করতে আমাদের নিরলস পরিশ্রম করতে হবে। নিজের উন্নতির জন্য, সমগ্র মানবজাতির কল্যাণের জন্য আমাদের উচিত অলসতা পরিহার। করে, কর্মবিমুখ মনোবাব ত্যাগ করে যথাযথ পরিশ্রম করা। তবেই প্রসন্ন হেবে সৌভাগ্য।