উত্তর: জুন ২০১২ সালে
ব্যাখ্যা: ২০১২ সারে জুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয়। ‘দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড’ এর পক্ষে এ গ্রন্থটি প্রকাশ করেন মহিউদ্দিন আহমেদ। বইটির প্রচ্ছদ একেছেন শিল্পী সমর মজুমদার। এতে মোট পৃষ্ঠা সংখ্যা ৩২৯। উল্লেখ, কারাগারের রোজনামচা’ ও আমার দেখা নয়া চীন বঙ্গবন্ধু রচিত অন্য দুটি গ্রস্থ।