বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
Bangladesh Power Development Board (BPDB)
ওয়াপদা ভবন (৫ম তলা), মতিবিল বা/এ, ঢাকা।
প্লট: ০২-২২৩৩৫৪৬১৮
বিজ্ঞপ্তি নং-২৭.১১.০০০.২১০.২৩.০০১.২৩-৪৭ তারিখ:১৯ জুন ২০২৩
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্বখাতভুক্ত “উপ-সহকারী প্রকৌশলী” পদে নিম্নবর্ণিত শর্তে অস্থায়ীভিত্তিতে নিয়োগের
নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে 017118-এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
পদেন নাম ও বেতন স্কেল পদ সংখ্যা ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা
উপ-সহকারী প্রকৌশলী ৯৮টি | তড়িৎ যাল্রিক/ইলেকট্রনিক্স/পাওয়ার/সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা।
তেড়িৎ/যান্ত্রি»/ইলেকট্রনিক্স/পাওয়ার/সিভিল) (আটানবাই) | এসএসসি/সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যেকোন একটিতে জিপিএ
টাঃ ১৬,০০০ – ৩৮,৬৪০/- ৩.০০ থাকতে হবে এবং কোন পরীক্ষাতেই জিপিএ ২.২৫ এর নিয়ে নয়।
(জোতীয় বেতন স্কেল/২০১৫, ১০ম গ্রেড)
আবেদন শুরুর তারিখ: 22 জুন, 2023
আবেদনের শেষ তারিখ: 6 আগস্ট, 2023
ওয়েব লিংক: http://bpdb.teletalk.com.bd/
PDF download
SAE_Cirlcular_1.pdf
শর্তাবলীঃ
১। বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান উপ-সহকারী প্রকৌশলীর শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীগণকে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে
নিয়োগ দেয়া হবে। এ জন্য তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। নিয়োগের পর
২দুই) বছর সময়ের মধ্যে তারা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। উক্ত কর্মসূচীতে
অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তাদেরকে উপ-সহকারী প্রকৌশলী”র শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ
প্রদান বোর্ড কর্তৃক বিবেচিত হতে পারে।
২। বর্ণিত পদের জন্য বয়সসীমা ২২/০৬/২০২৩ তারিখে ১৮-৩০[ত্রিশ) বৎসর। বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও
প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২বেত্রিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। তবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২/০৯/২০২২ তারিখের
০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ২৫/০৩/২০২০ তারিখে যে সকল আবেদনকারীর বয়স সর্বোচ্চ
বয়সসীমার মধ্যে রয়েছে সে সকল প্রার্থীও আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়
৩। যে সকল প্রার্থী বিদেশ হতে ডিগ্রি অর্জন করেছেন তাদের সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স প্রত্যয়নপত্র থাকতে হবে।
৪। সরকারি/আধা সরকারি স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন
গ্রহণপূর্বক আবেদন করতে হবে। তবে, সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপক্তির
(0২90) মূলকপি জমা দিতে হবে।
৫। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার জন্য
নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদির সত্যায়িত অনুলিপি জমা
দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে।
৬। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি-বিধান ও পরবর্তীতে উক্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৭। বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা প্রার্থীগণ সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ
থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। একইসাথে প্রার্থী বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে
বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার
/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে।
৮। প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক/সমমর্যাদা সম্পন্ন/দায়িততপরাপ্ত সংশ্লিষ্ট
কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ থাকতে হবে।
৯। অসম্পূর্ণ/ভুল তথ্যসংবলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকে বাতিল করা হবে।
১০। উল্লিখিত পদ সংখ্যা হাস/বৃদ্ধি হতে পারে। নিয়োগসংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
১১। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১২। আবেদনপত্র, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার স্বাক্ষর একই হতে হবে।
১৩। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি 11109://1209-09161911.001100 এই ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করতে পারবেন। আবেদনের
সময়সীমা নিয়রুপ:
1. 011175-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২২/০৬/২০২৩ সকাল-৯:০০ টা।
1. 01101-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৬/০৭/২০২৩ বিকাল-০৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে 096 []) প্রাপ্ত প্রার্থীগণ 0116-এ আবেদনপত্র 9800221% এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে