বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) লাব এটেনডেন্ট/পিপি এটেনডেন্ট/হেলপার
সময়: ৪৫ মিনিট; পূর্ণমান-৩০
১। অর্থসহ বাগধারা লিখুন:
ক) গড্ডলিকা প্রবাহ = অন্ধ অনুকরণ
খ) তালপাতার সেপাই = ক্ষীণজীবী, অতি দুর্বল
গ) সপ্তমে চড়া = প্রচন্ড উত্তেজনা
ঘ) মেঘে মেঘে বেলা হওয়া = বয়স বাড়া
২। কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক) আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা । – কর্মে ২য়া
গ) টাকায় টাকা হয় । – অপাদানে ৭মী
খ) ফুলে ফুলে ঘর ভরেছে। – করণে ৭মী
ঘ) কান্নায় শোক মন্দীভূত হয়। -অধিকরণে ৭মী
৩। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
ক) গাছ পাকা = গাছে পাকা – ৭ম তৎপুরুষ
খ) মাথাপিছু = প্রতিমাথা – নিত্য সমাস
গ) মনমাঝি = মন রূপ মাঝি – রূপক কর্মধারয় ঘ) অসাধু =
৪। বানান শুদ্ধ করুন:
অশুদ্ধ —শুদ্ধ
শোনিত -শোণিত
ধুলিস্যাৎ -ধূলিসাৎ
ভৌগলিক – ভৌগোলিক
বর্ধণ -বর্ধন
৫। ইংরেজিতে অনুবাদ লিখুন:
ক) যন্ত্রপাতি = Equipment
খ) বুরেট = burette
গ) পিপেট = Pipette
ঘ) পরিমাপের চোঙ = Tube
৬। Write the Bengali meaning of idioms :
a) Bed of roses = পুষ্প শয্য
b) Hush money = ঘুষ
c) Kith and kin – আত্মীয় স্বজন
d) Weal and woe = আনন্দ বিষাদ
৭। Change the sentences:
a) Light filled the room (Passive)=The room was filled with light.
b) We do not hate the poor. (Imperative)= Let us not hate the poor.
c) He is the best boy in the class. (Comparative) = He is better than any other boy in the class.
d) If I were a king! (Assertive)⇒ I wish I were a king.
৮। Write the correct spelling:
Incorrect
Miscelanous
Sunami
Constelation
Nomini
Correct
Miscellaneous
Tsunami
Constellation
Nominee
৯.Fill in the blanks with appropriate preposition:
a) How do you intend to deal…… the problem?
Answer: with
b) The statue of liberty stands….. a global symbol of freedom. Answer: as
c) He always tries to keep……. his reputation as a good scientist. Answer: up
d) I can not be false ……. my friend.
Answer: to
১০। Translate into English:
ক) ফুলটি ফুটি-ফুটি করেও ফুটল না।
=The flower was about to bloom but did not.
খ) মৌসুমী বায়ু এ দেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায় ।
=Monsoons cause heavy rainfall in this country
গ) সে জ্বর জ্বর অনুভব করছে।
=He feels feverish.
ঘ) আমরা সর্বত্র বিজ্ঞানের প্রভাব দেখি।
=We see the influence of science everywhere
১১। পনির ও তপনের আয়ের অনুপাত ৪:৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫:৪। পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
উত্তর: রবিনের আয় ৭২ টাকা।
১২। শ্যামল দোকান থেকে কিছু কলম কিনল। সেগুলোর – অংশ তার
অংশ তার ভাইকে দিল।তার কাছে আর ৫টি কলম রইল।
শ্যামল কয়টি কলম কিনেছিল?
উত্তর: ৩০টি