Homeবাংলা সাহিত্য‘শ্রীকৃষ্ণকীর্তন’ গুরুত্বপূর্ণ প্রশ্ন

‘শ্রীকৃষ্ণকীর্তন’ গুরুত্বপূর্ণ প্রশ্ন

‘শ্রীকৃষ্ণকীর্তন’ গুরুত্বপূর্ণ প্রশ্ন চাকরির পরীক্ষা আসে।

‘শ্রীকৃষ্ণকীর্তন’ আবিষ্কার করেন কে?
উত্তর: বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
নোট: শ্রীকৃষ্ণকীতৃন এর রচয়িতা বড়ু চন্ডীদাস।
২. বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
৩. মধ্যযুগের প্রথম কাব্য ‘ শ্রীকৃষ্ণকীর্তন’ এর রচয়িতা কে?
উত্তর: বড়ু চন্ডীদাস
৪. ‘শ্রীকৃষ্ণকীতৃন’ কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়?
উত্তর: পশ্চিমবঙ্গের বাঁকৃড়া জেরার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর বাড়ির গোয়ালঘর হতে
৫. মধ্যযুগের ১ম কাব্যের নাম কী?
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন
৬. শ্রীকৃষ্ণকীর্তন কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন?
উত্তর: মধ্যযুগের নিদর্শন
৭. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কবে আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দে) সালে আবিষ্কৃত হয়।
৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কবে, কোথা হতে প্রকাশিত হয় এবং কে সম্পাদনা করেন?
উত্তর: ১৯১৬ (১৩২৩ বঙ্গাব্দে) সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে প্রকাশিত হয়। সম্পাদনা করেন- বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ।
৯.গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীতৃন কাব্য মূলত কী?
উত্তর: নাট্যগীতি।
১০. শ্রীকৃষ্ণকীতৃন কাব্যের রচনাকাল কত?
উত্তর: ১৪০০ খ্রিষ্টাব্দ (ড. শহীদুল্লাহর মতে)
১১. শ্রীকৃষ্ণকীতৃন কাব্যে কতটি খন্ড আছে?
উত্তর: ১৩ টি খন্ড আছে।
১২. শ্রীকৃষ্ণকীতৃন কাব্যের অন্যনাম কী?
উত্তর: শ্রীকৃষ্ণসন্দর্ভ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments