HomeUncategorizedসাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ -২০২৩

সাধারণ জ্ঞান

০১. ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটির স্থপতি কে?

উত্তর: শামীম সিকদার

০২. ‘বঙ্গবন্ধু মানমন্দির’ কোথায় স্থাপিত হতে যাচ্ছে?

উত্তর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়

০৩. র‌্যাডক্লিফ লাইন কোন দুই দেশকে বিভক্ত করেছে?

উত্তর: ভারত পাকিস্থান

০৪. আলোর দীপন তীব্রতার একক কী?

উত্তর: ক্যান্ডেলা

০৫. মেট্রোরেল নির্মাণের সাথে জড়িত বিদেশি প্রতিষ্ঠান JICA এর পূর্ণরূপ কী?

উত্তর: Japan International Cooperation Agency

০৬. পৃথিবীর আহ্নিক গতির ফলাফল কী?

উত্তর: দিবা-রাত্রি সংঘটন

০৭. বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম কী?

উত্তর: ডব্লিউ এ এস ওয়ারল্যান্ড

০৮. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো?

উত্তর: ইরাক

০৯. বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তি কবে  শেষ হবে?

উত্তর: ২০২৬ সালে

১০. বাংলাদেশের দ্বিতীয প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত?

উত্তর: ২০২১-২০৪১ সালে

১১. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?

উত্তর: ১ জুলাই ২০১৫ সালে

  1. BSTI- Bangladesh Standards and Testing Institution

১৩. ফিফা বিশ্বকাপ ২০২২ এ গোল্ডেন গ্লাভস পুরস্কার যিনি পেয়েছেন তার নাম কী?

উত্তর এমিলিয়ানো মার্টিনেজ

১৪. ২০২২ সালে জাতিংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচত হন বাংলাদেশের কে?

উত্তর: রাবাব ফাতিমা

সড়ক ও জনপথ অধিদপ্তর-২০২৩

০১. বাংলা সাহিত্যে যুগসন্ধির কবি কে?

উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত

০২. আবার আসিব ফিরে’ কবিতাটি জীবনানন্দ দাশের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?

উত্তর: রূপসী বাংলা

০৩. বাংলা সাহিত্যের প্রওাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কী?

উত্তর: চর্যাপদ

০৪. বাংলাদেশের দুইজন নারী বীর প্রতীকের নাম লিখুন।

উত্তর: ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি

০৫. বাংলাদেশের মেট্রোরেল এর প্রথম চালকের নাম কী?

উত্তর: মরিয়ম আফিজা

০৬. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াকদকাল কত?

উত্তর: জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ (২০২১-২০২৫)

০৭. কলকাতায় বঙ্গবন্ধু তথ্যচিত্রের নির্মাতা কে?

উত্তর: গৌতম ঘোষ

০৮. ২০২২ সারে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন?

উত্তর: ফরাসি নাগরিক আনি এরনো

০৯. মঙ্গল শোভাযাত্রা’কে আন্তর্জাতিক স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠানের নাম কী?

উত্তর: ইউনেস্কো

১০. বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়?

উত্তর: কর্ণফুলী নদী

১১. “অগ্নিবীণা” কাব্যগ্রন্থের লেখক কে?

 উত্তর: কাজী নজরুল ইসলাম

১২. বাংলা উপন্যাসের জনক কে?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

১. বাংলাদেশের বর্তমান রাষ্ট্র প্রধান কে?

উত্তর: মো: সাহাবুদ্দিন

২. বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতি বছর কোন তারিখে উদযাপন করা হয়?

উত্তর: ২৬ই মার্চ

৩. বাংলাদেশের জাতীয় সংসদে সংসদ সদস্যের আসন সংখ্যা কত?

উত্তর: ৩৫০টি

৪. ভুটানের রাজধানীর নাম কী?

উত্তর: থিম্পু

৫. বিশ্বকাপ ফুটবল ২০২২ এ কতটি দেশ অংশ নিয়েছিল?

উত্তর: ৩২টি (২০২৬ সালে বিশ্বকাপে অংশ গ্রহণ করবে -৪৮টি দেশ)

৬. বাংলাদেশের জাতীয সংসদের স্পিকারের নাম কী?

উত্তর: ড. শিরীন শারমিন চৌধুরী

৭. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?

উত্তর: বাংলাদেশ ব্যাংক

৮. মরক্কো কোন মাহদেশে অবস্থিত?

উত্তর : আফ্রিকা মহাদেশে 

জেলা জজ আদালত, কুষ্টিয়া 

পদের নাম: অফিস সহায়ক

 

১. বাংলাদেশের জাতীয় পতাকার জডজাইনার এর নাম লিখুন। 

উত্তর: কামরুল হাসান 

২. হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নাম কী?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

৩. টুঙ্গিপাড়া ও রূপপুর কোন জেলায় অবস্থিত এবং কী জন্য বিখ্যাত?

উত্তর: টুঙ্গিপাড়া গোপালগ জেলায় ও রূপপুর পাবনা জেরায় অবস্থিত। টুঙিগপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। 

৪. মুজিবনগরের পূর্বনাম কী এবং কোথায় অবস্থিত?

উত্তর: মুজিবনগরের পূর্বনাম বৈদ্যনাথ তলা। এটি মেহেরপুর জেলায় অবস্থিত। 

৫. হার্ডিঞ্জ ব্রিজ কত সালে নির্মিত হয় এবং কোন দুইট জেলাকে সংযুক্ত করেছে?

উত্তর: হার্ডিঞ্জ ব্রিজ ১৯১৫ সালে নির্মিত হয় এবং এটি পাবনা ও কুষ্টিয়া জেলাকে সংযুক্ত করেছে। 

৬. কুষ্টিয়া জেলার দুইটি দর্শনীয় স্থানের নাম লিখুন এবং কী জন্য বিখ্যাত?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী ও বাউল সম্রাট লালন শাহের মাজার। 

৭. জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে কে, কত তারিখে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন?

উত্তর: তোফায়েল আহমেদ কর্তৃক ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments