ভুল এড়াতে প্রায় একইরকম দেখতে বাগধারাগুলি পড়ুন
হাত দিয়ে যতো বাগধারা আছে তা পড়ুন
১. হাত চালাও- তাড়াতাড়ি করা
২. হাত জুড়ানো – স্বস্তি লাভ করা
৩. হাত টান – চুরির অভ্যাস
৪. হাত ভারি – কৃপণ
৫. হাত কামড়ানো- আফসোস করা
৬. হাত জোড়া থাকা – কর্মব্যস্ত থাকা
৭. হাত ঝাড়া দিলে পর্বত- ধনাধিক্য
৮. হাত দিয়ে হাতি ঠেলা- অসম্ভবকে সম্ভবপর করতে চেষ্টা করা
৯. হাত ধরা – বশীভূত
১০. হাত পাকানো – দক্ষতা
১১. হাত পাতা- ভিক্ষা করা
১২. হাতে কলমে -প্রত্যক্ষ জ্ঞান
১৩. হাতে জল না গলা- অতিশয় কৃপণ
১৪. হাতে পাঁজি মঙ্গলবার – জানার সুযোগ থাকলেও বৃথা তর্ক
১৫. হাতে হাতে – সঙ্গে সঙ্গে
১৬. হাতেখড়ি- আরম্ভ
১৭. হাতে নাতে -প্রমাণসহ
১৮. হাতের পাঁচ – শেষ সম্বল
১৯. হাতের লক্ষ্মী পায়ে ঠেলা – সুযোগ হেরায় হারানো
২০ হাতধুযে বসা – নিশ্চিন্ত বোধ করা
২১. কাঁচা হাত – অদক্ষ
২২. ডান হাতের ব্যাপার – খাওয়া
২৩. বাম হাতের ব্যাপার – ঘুষ