আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?হ্যাঁ,আমি ভালো আছি।আশা করছি আপনারাও ভালো আছেন।
আজকের টপিক
একটিফোনে একইসাথে দুজন খেলতে পারবে একটি ক্রিকেট গেম,তাও জাভা ফোনে,দেরি না করে নিয়ে নিন।কেউ মিস করবেন না।
টপিক বিষয়ক কিছু কথা
আমি জানি আপনারা অনেক ভদ্র ও অনেক জ্ঞানী মানুষ।মানুষ বলতেই ভুল হয়।তাই আমার
পোস্টে কোথাও কোনো ভুল দেখলে ছোট ভাই মনে করে ক্ষমা করবেন এবং ভুলটা ধরিয়ে দিবেন।আমি সংশোধিত হব ইনশাহআল্লাহ।
আর মনে রাখবেন ব্যবহারই কিন্তু বংশের পরিচয়।
চলুন এখন আমরা কাজে চলে যাই
আজ আপনাদের সাথে জাভা ফোনের জন্য অসাধারণ একটি ক্রিকেট গেম শেয়ার করবো। গেমটির নাম Championship Cricket।এটি IndiaGames এর তৈরি একটি গেম।এর গ্রাফিক্স দুর্দান্ত।আর সাউন্ড এ্যামাইজিং।কিছুটা টাচফোনের গেমের মতো।আমার ভালো লেগেছে।আপনাদেরও লাগবে।।একথায় অসাধারণ একটা গেম।না খেললে এর তৃপ্তি মিটবে না।
গেম সমন্ধে:
Name: Championship Cricket
Size: 180.97 kb
Screen:240×320
গেমটাতে আপনি ৩ ধরনের খেলতে পারবেন।এগুলো হলো Practice,one Player $ Two Player।৩য়টা হলো একইসাথে দুজন খেলার অপশন। গেমটাতে মোট ৮টি দল আছে।এই দলগুলো নিয়ে আপনি খেলতে পারবেন।দলগুলো হলো India,england,pakistan,australia,srilanka,west Indies,south Africa,new Zealand।গেমটাতে আপনাকে বল ব্যাট করতে হবে।একটা টার্গেট দেওয়া হবে,সেটা চেজ করে আপনাকে জিততে হবে।গেমটাতে Inswing,Outswing,pace,medium,leg Break,off Break,fast সব ধরনের বলই করবে বোলার। ম্যাচ শেষে আপনার স্কোর দেখাবে,আপনার নাম লিখতে পারবেন।গেমটাতে প্রত্যেক দলে ১৪জন আছ,এদের থেকে ১১জন নিয়ে খেলতে হবে।প্রত্যেক প্লেয়ারের ক্যারিয়ার দেখা যাবে আরো অনেক কিছু।যা বলে শেষ হবে না।
*
কিছু স্ক্রিনশট দেখুন:






*
*
*
এবারে ডাউনলোড করুন:
Download Now
*
*
সবাই ভালো থাকবেন।আমার জন্য দোয়া করবেন।আর প্রতিদিন Informbd ব্রাউজ করবেন।আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।আল্লাহ হাফেজ।
Read More
Nice PosT
আইটেল মৌবাইল এ হবে
Darun Post’
Good Post
nc post